অসুস্থ্য বীরমুক্তিযোদ্ধার পাশে আসিফ ইকবাল সনি

    আবু সুফিয়ান.

    বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান তোতা আনছারী দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন যাবত আক্রান্ত। অসুস্থ্য অবস্থায় তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। এসময় তিনি অসুস্থ্য বীরমুক্তিযোদ্ধার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

    এসময় ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, দপ্তর সম্পাদক আফসার আলী, বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদ হাসান বিপ্লব, ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি প্রভাষক আলিম আল রাজী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, চৌকিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জাকারিয়া সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ