কাজিপুরে প্রধানমন্ত্রীর প্রণোদনার পল্লী ঋণ বিতরণ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজিপুরে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাজিপুর অফিসের আয়োজনে স্থানীয় কার্যালয়ে ৮ জন সুবিধাভোগির মাঝে সাড়ে ১১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) এনামূল হক, ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।