ধুনটে অগ্রণী ব‌্যাংকের গ্রাহক সমাবেশ অনু‌ষ্ঠিত

    বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজারে অগ্রণী ব‌্যাংকের গ্রাহক সমাবেশ ও মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কান্তনগর বাজার এলাকায় এ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

    সমাবেশে সভাপ‌তিত্ব করেন অগ্রণী ব‌্যাংক লি‌মিটেড ধুনট শাখা ব‌্যবস্থাপক কামরুল হাসান।

    সমাবেশে বক্তব‌্য রা‌খেন অগ্রণী ব‌্যাং‌কের দুয়ার সা‌র্ভিসের বগুড়া অঞ্চ‌লের এ‌ক্সি‌কিউ‌টিভ মোক্তা‌দির হো‌সেন, কান্তনগর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও ব‌্যবসায়ী মজনু মিয়া।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ