ধুনটে অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পার হতে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় আহত কিনু আকন্দ (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কিনু আকন্দ ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ১১টার দিকে সে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন। পথিমধ্যে বড়বিলা গ্রামে ধুনট-গোসাইবাড়ী সড়ক পার হতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন তিনি।

    এসময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। পরে তারা চলে যায়। জরুরী বিভাগে তার অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় তাঁর পরিচয় জানতে ধুনট বার্তার ফেসবুক গ্রুপে একটি পোস্ট করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা বগুড়ার শজিমেক হাসপাতালে পৌছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ