ধুনটে অভিযোগ প্রতিকার পদ্ধতির লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে বঞ্চিতজনের অধিকার প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে অভিযোগ প্রতিকার পদ্ধতি (জিআরএস) বিষয়ক লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ার্কশপটির আয়োজন করে বেসরকারি সংস্থা লাইট হাউজ।
সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
লাইট হাউজের প্রজেক্ট ফ্যাসিলেটটর ওমর ফারুক জিন্নাহর সঞ্চালনায় ওয়ার্কশপে বক্তব্য রাখেন লাইট হাউজের সমন্বয়কারী কর্মকর্তা রকিবুল হাসান খান ও প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা তথ্যআপা আঞ্জুমান আরা সুফিয়া. উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাহিদুল আনোয়ার, ধুনট সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, ইউপি চেয়ারম্যান সোনিতা নাছরিন, বেলাল হোসেন বাবুসহ সাংবাদিক ও লাইট হাউজের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীবৃন্দ।