ধুনটে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ী করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফর রহমান।
গোসাইবাড়ী করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুল হক বাচ্চু, প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার ও আওয়ামী লীগ নেতা ময়নূল হাসান চপল।