ধুনটে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

    বগুড়ার ধুনট উপজেলায় নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নাফিজুর রহমান খোকশাবাড়ি গ্রামের আব্দুল হাই শাহিনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজুর রহমান শাওনের বাবা প্রায় ১০ বছর আগে মারা গেছেন। তার মা শিল্পী খাতুন দুই সন্তান নিয়ে খোকশাবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করতেন। শাওন এ বছর স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করে শাওন। সোমবার সকালে তার স্ত্রীকে স্থানীয় প্রাইভেট সেন্টারে রেখে বাড়ি ফিরে আসে। নিজের ঘরে ঢুকে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের তীরের (আড়া) সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজিব শাহরীনসহ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ