ধুনটে স্মার্ট বাংলাদেশ গঠনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে ধুনট উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, ভিশন ২০৪১ এর লক্ষ্য সমূহ এবং স্মার্ট বাংলাদেশ গঠন বিষয়ে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে এ সমাবেশ করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের উত্তর বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারমান আব্দুল হাই খোকন। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ মাহফুজার রহমান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা মাকছুদার রহমান, আরিফুর রহমান, আকতারুজ্জামান, বিপ্লব কুমার দেবনাথ, নুরুল ইসলাম, প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, শিক্ষক মামুনুর রশিদ ও জেলা তথ্য অফিসের তথ্য সহকারী সিয়োজুল হক ডাবলু প্রমুখ।