ধুনটে ১৩ মামলার আসামী সোহরাব ইয়াবাসহ গ্রেপ্তার

    বগুড়ার ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি হত্যাসহ ১৩ মামলার আসামী সোহরাব হোসেনকে (৪০) ৪০ পিছ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ধুনট শহরের মৌচাক মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস এ তথ্য নিশ্চত করে জানান, সোহরাব হোসেন ধুনট সদরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে।

    সোমবার বেলা সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট শহরের পোস্ট অ‌ফিস এলাকা থেকে ৪০পিছ ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, ইয়াবা বড়িসহ আটক ব্যক্তিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ