ধুনট পৌর ছাত্রলীগের সম্মেলন : সভাপতি বিজয়, সম্পাদক ইবু

বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের কমিটিতে সাকিব শাহরিয়ার খান বিজয়কে সভাপতি ও ইব্রাহিম হোসেন ইবুকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এ ঘোষণা দেন।
ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে ধুনট উপজেলা ছাত্রলীগের আওতাধীন ধুনট পৌর শাখা, সদর ইউনিয়ন শাখা, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শাখা ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মুঞ্জু।
প্রথম অধিবেশনে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন।
দ্বিতীয় অধিবেশন শেষে চারটি শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। তার ঘোষনা অনুযায়ী ধুনট পৌর ছাত্রলীগের কমিটিতে সাকিব শাহরিয়ার খান বিজয়কে সভাপতি ও ইব্রাহিম হোসেন ইবুকে সাধারণ সম্পাদক, ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সৌরভ হাসানকে সভাপতি ও আজিজুল হাকিমকে সাধারণ সম্পাদক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শাখায় আব্দুল মোমিনকে সভাপতি ও আজিজুল হককে সাধারণ সম্পাদক এবং ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় শাখায় ইকবাল ইসলামকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।