ধুন‌টের পিঁয়াজ ব্যবসায়ী পাশা সড়ক দুর্ঘটনায় মারা গে‌ছেন

    তা‌রিকুল ইসলাম.

    বগুড়ার ধুনট বাজা‌রের পিঁয়াজ ব্যবসায়ী পাশা খাঁন সড়ক দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন। আজ শুক্রবার ভোর ৫টায় সিরাজগ‌ঞ্জ জেলার শাহজাদপুর উপ‌জেলায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত পাশা খাঁন ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রা‌মের মোজা‌ম্মেল হক খা‌নের ছে‌লে।

    জানা যায়, ব্যবসায়ীক কা‌জে পাশা খান শুক্রবার ভো‌রে ট্রাক যো‌গে পাবনা যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে শাহজাদপুর রো‌ডে পৌছু‌লে ট্রাক‌টি অন্য এক‌টি ট্রাক‌কে ধাক্কা দেয়। এ‌তে ব্যবসায়ী পাশা খান ঘটনাস্থ‌লেই তার মারা যায়। এঘটনায় আরও ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন।

    এ‌দি‌কে স্বজনরা খবর পে‌য়ে শাহজাদপু‌র থে‌কে তাঁর মৃত দেহ উদ্ধার ক‌রে। আজ বাদ জুমা জানাজা নামাজ শে‌ষে পূর্ব ভরনশাহী জান্নাতুল মাওয়া কবরস্থা‌নে তাঁর দাফন সম্পূর্ণ হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ