বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২জনের মৃত্যু হয়েছে। জেলার দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য একজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬দশমিক ৬২শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ  ৫ শতাংশ কমেছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২জন।  বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- সদরের নূর জাহান(৭০)।

নতুন একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬৮জন দাঁড়ালো।

ডা. সাজ্জাদ আরও জানান, শনিবার মোট ২৮৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন এবং এন্টিজেন পরীক্ষায় ৭জন করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্ত ১৯জনের মধ্যে সদরে ১৬ এবং বাকি তিনজন শাজাহানপুরের বাসিন্দা।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ১০৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৩৩৯জন  এবং ১০২জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র : পুন্ড্রকথা

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ