‘ভূমিহীন মুক্ত ধুনট’ ঘোষনা আসছে

বগুড়ার ধুনট উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
তিনি বলেন, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ০৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। এর মধ্যে ধুনট উপজেলাও রয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ২৮টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে ধুনট উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে।
উল্লেখ্য, ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম পর্যায়ে ১০১টি, ২য় পর্যায়ে ১২০টি এবং তৃতীয় পর্যায়ে ১৫০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমদাদুল হক ইমরান ও ধুনট বার্তার প্রতিনিধি আশিক আহমেদ।