শেরপুরে পুকুরে নেমে কিশোর পেলো কালো পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে নেমে কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি পেয়েছে সবুজ শীল (৮) নামের এক কিশোর। রবিবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামে ওই কিশোরের থেকে মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শহিদুল ইসলাম ধুনট বার্তাকে বলেন, উপজেলার গোঁড়তা গ্রামে একটি পুকুর খনন করা হয়। আর সেই পুকুরে গোসল করতে নেমে ওই বিষ্ণু মূর্তিটি পান কিশোর সবুজ শীল। এরপর মূর্তিটি তার বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও আমি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া কালো পাথরের ওই মূর্তির ওজন সাত কেজি ৩০০ গ্রাম।

ওসি আরো বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এটিকে বিষ্ণুমূর্তি বলে নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ